
গোপালগঞ্জের মুকসুদপুরে অভিনব কায়দায় স্বামী স্ত্রী ইয়াবা বিক্রি করতে যাওয়ার সময় কথিত সাংবাদিকের স্ত্রী রোজিনা বেগমকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সুচতুর কথিত সাংবাদিক নাজির পুলিশের উপস্থিতি টের পেয়ে স্ত্রীকে রেখে পালিয়ে যায়। গতকাল সোমবার দুপুরে উপজেলার জলিরপাড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রোজিনা বেগম পশ্চিম রাজৈর গ্রামের কথিত সাংবাদিক আসাদুজ্জামান নাজিরের স্ত্রী।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেন জানায়, গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে আমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার জলিরপাড় বাসস্ট্যান্ড থেকে রোজিনা বেগম নামে এক নারীর বাজারের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভিতরে অভিনব কায়দায় কুমড়ার মধ্যে রাখা ৫০ পিচ ইয়াবাসহ রোজিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।