
শ্রমিক ছাঁটাই বন্ধ, কারখানার জিএমের পদত্যাগসহ ১৯ দফা দাবিতে নারায়ণগঞ্জের চাষাঢ়া বিজয় স্তম্ভ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাসেল গার্মেন্টসের শ্রমিকরা। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে চাষাঢ়া এলাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে দুর্ভোগে পড়েন নগরবাসী। পরে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের আহ্বানে আন্দোলনকারী শ্রমিকরা চাষাঢ়া এলাকা ত্যাগ করেন। আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক আকবর হোসেন বলেন, ‘আমাদের ছাঁটাই বন্ধ করতে হবে এবং জিএমকে পদত্যাগ করতে হবে। আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিলেও শ্রমিকদের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’