ঢাকা রোববার, ০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বেগম জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি: রিজভী

বেগম জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি: রিজভী
ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেয়া তার অঙ্গীকার ও তার দেখোনো পথ ধরেই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শ ধারণ করেই এগিয়ে যাবে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জনাতে এসে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছিল ফ্যাসিস্টরা। পায়ে হেঁটে তিনি কারাগারের মধ্যে গিয়েছিলেন। কিন্তু সেই কারাগারের মধ্যেই চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তার চিকিৎসা নিতে দেয়া হয়নি। তাকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেয়া হয়েছে। তার খাবার এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভেতর যেতে দেখলাম, সে নেত্রী হুইলচেয়ারে করে বের হলেন। দিনের পর দিন হাসপাতালে থাকলেন। কেন? এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার সব চক্রান্ত হয়েছে।

রুহুল কবির রিজভী,বিএনপি,বেগম খালেদা জিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত