ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আরও তিন আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

আরও তিন আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আরও তিন আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। এ নিয়ে মোট ৩০টি আসনে প্রার্থী চূড়ান্ত করল দলটি

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মিডিয়া সেলের প্রধান মাহবুব আলম।

চূড়ান্ত হওয়া তিনটি আসনের প্রার্থীরা হলেন— নেত্রকোনা-২ আসনে ফাহিম পাঠান, মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাশ এবং রাজবাড়ী-২ আসনে জামিল হিজাযী।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) ২৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াত–এনসিপিসহ ১০টি রাজনৈতিক দল ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয়। এ জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত দলটি সমঝোতায় না এসে এককভাবে ২৬৮টি আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় এবং অবশিষ্ট ৩২টি আসনে অন্যদের সমর্থন দেওয়ার কথা জানায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,এনসিপি,প্রার্থী,ঘোষণা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত