
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হচ্ছে সিলেট থেকে। এ উপলক্ষে আজ নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির জনসভা অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এই নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
জনসভাকে কেন্দ্র করে আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকায় অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। ভোর থেকেই সিলেট, সুনামগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো মাঠে লোকারণ্য পরিস্থিতি সৃষ্টি হয়।
জনসভাস্থলে দলীয় পতাকা, ধানের শীষের প্রতিকৃতি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় এলাকা। চারদিকে ‘ধানের শীষ’ ও ‘তারেক রহমান’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের এলাকা।
দলীয় সূত্র জানায়, সকাল ১০টায় জনসভা শুরু হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেলা সাড়ে ১১টার দিকে মঞ্চে উঠবেন বলে আশা করা হচ্ছে। এই জনসভার মধ্য দিয়েই সারাদেশে বিএনপির নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে। প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের সফর ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এই জনসভা থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের জনগণের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বিএনপির চেয়ারম্যান—এমন প্রত্যাশা দলের জ্যেষ্ঠ নেতাদের।
এদিকে জনসভাকে ঘিরে সিলেট নগরীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা দেখা গেছে। জনসভাস্থল ও এর আশপাশে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
উল্লেখ্য, বুধবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সিলেট পৌঁছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি সিলেটের একটি অভিজাত হোটেলে সম্মেলন কক্ষে ‘ইউথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সিলেটের জনসভা শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজার, হবিগঞ্জসহ কয়েকটি জেলায় নির্বাচনি পথসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তার।