ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চার কোটি পরিবারকে ফ্যামেলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান

চার কোটি পরিবারকে ফ্যামেলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামেলি কার্ড’ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটে একটি পাঁচতারকা হোটেলের কনফারেন্স রুমে তরুণ প্রজন্মের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই আয়োজনে তরুণদের বক্তব্য শোনেন বিএনপির চেয়ারম্যান এবং তাদের উদ্দেশে নীতিগত দিকনির্দেশনাও দেন।

তারেক রহমান জানান, পরিবারের প্রধান নারীকে এ-কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি খাদ্যসামগ্রীও দেওয়া হবে।

তিনি আরও জানান, বিদেশে কর্মসংস্থানে আগ্রহীদের দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষাব্যবস্থাকে আধুনিক করা হবে। একই সঙ্গে বিভিন্ন দেশের ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে প্রবাসে কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী বলে জানা গেছে। মতবিনিময় পর্ব শেষে তারেক রহমান আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

তারেক রহমান,বিএনপি,ফ্যামেলি কার্ড,সিলেট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত