ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সিলেটে জনসভা মঞ্চে তারেক রহমান

সিলেটে জনসভা মঞ্চে তারেক রহমান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভার মঞ্চে উঠেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভার মঞ্চে ওঠেন তিনি।

এ সময় জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। মঞ্চে ওঠার সময় তারেক রহমান হাত তুলে উপস্থিত সবাইকে অভিবাদন জানান। এ সময় জনসভাস্থলে হাজির হাজার হাজার নেতাকর্মীও হাত তুলে তাকে স্বাগত জানান এবং স্লোগানে-স্লোগানে জনসভার মাঠ প্রকম্পিত করে তুলেন।

এর আগে সকালে হোটেল গ্র্যান্ড সিলেটে তরুণ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির প্রথম নির্বাচনি জনসভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুরু থেকেই স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দিচ্ছেন।

জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরী ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে পৌঁছান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ শুরুর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভাস্থলে যোগ দিতে থাকেন। বুধবার রাত থেকেই অনেকে সমাবেশস্থলের একাংশে সামিয়ানা টানিয়ে ত্রিপলের নিচে অবস্থান করে রাত কাটান। বৃহস্পতিবার সকাল থেকে সিলেট নগরী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের ঢল নামে জনসভাস্থলে।

সকাল সাড়ে আটটার দিকে মিছিল সহকারে জনসভাস্থলে প্রবেশ করেন বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক। এ সময় নেতাকর্মীরা ‘খেজুর গাছ, খেজুর গাছ’ স্লোগানে মুখর করে তোলেন সমাবেশ এলাকা। এ ছাড়া সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত হন।

এদিকে জনসভাকে ঘিরে সিলেট নগরীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা দেখা গেছে। জনসভাস্থল ও এর আশপাশে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,তারেক রহমান,বিএনপি,সিলেট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত