ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত আমিরের সমাবেশ, পঞ্চগড় চিনিকল মাঠে জনস্রোত

জামায়াত আমিরের সমাবেশ, পঞ্চগড় চিনিকল মাঠে জনস্রোত

পঞ্চগড়ের চিনিকল মাঠ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি সমাবেশে পূর্ণ হয়ে গেছে। শুক্রবার ভোর থেকেই সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয় এবং সকাল থেকে ধীরে ধীরে জমায়েত হতে থাকেন জামায়াতসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা।

বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, আগামী ১২ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে তারা একত্রিত হয়েছেন। তিনি বলেন, এই নতুন বাংলাদেশে কোনো জালিমের অবস্থান থাকবে না।

রাশেদ প্রধান আরও জানান, পঞ্চগড়ে ভালো হাসপাতালের অভাব রয়েছে। ডা. শফিকুর রহমান জানিয়েছেন, ৬৪ জেলায় বিশেষায়িত হাসপাতাল স্থাপিত হবে এবং পঞ্চগড়েও এই সুযোগ নিশ্চিত করা হবে। পাশাপাশি, পঞ্চগড়ের কৃষকরা সুদমুক্ত ঋণ পাবেন।

সমাবেশে আরও বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক ও পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

চিনিকল মাঠে জনস্রোত,পঞ্চগড় চিনিকল মাঠ,জামায়াত আমিরের সমাবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত