ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সাফজয়ী ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন

সাফজয়ী ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন

নারী সাফ ফুটসালের প্রথম আসরে বাজিমাত করেছে বাংলাদেশ। অভিষেক আসরেই শিরোপা ঘরে তুলেছেন সাবিনারা। তাদের এই ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাফজয়ী ফুটবলারদের অভিনন্দন জানান তিনি।

পোস্টে তিনি লিখেছেন, নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে, আমি বাংলাদেশের জন্য কিছু অনুপ্রেরণামূলক খবর পেলাম। সাফ নারী ফুটসালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের নারী ফুটসাল দলকে অভিনন্দন জানায়।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত, তাদের আরও লালন-পালন ও ক্ষমতায়ন করা। এতে তারা বাংলাদেশের গর্ব এবং সম্ভাবনাকে বিশ্ব মঞ্চে নিয়ে যেতে পারে।

উল্লেখ্য, প্রথমবারের মতো মাঠে গড়িয়েছিল নারী ও পুরুষের সাফ ফুটসাল টুর্নামেন্ট। নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আবা/এসআর/২৫

সাফজয়ী ফুটবলার,অভিনন্দন,তারেক রহমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত