ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত ক্ষমতায় এলে নারীদের অধিকার থাকবে না: রিজভী

জামায়াত ক্ষমতায় এলে নারীদের অধিকার থাকবে না: রিজভী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকার কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও একটি রাজনৈতিক দলের আচার-আচরণ সন্দেহজনক। তারা দেশকে কোন দিকে নিতে চায়, তা নিয়েই তারা নিজেরাই বিভ্রান্ত। সম্ভবত তাদের ভেতরে কোনো বিশেষ ‘কর্মপরিকল্পনা’ রয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী অভিযোগ করেন, জামায়াতের দ্বিচারিতা সাধারণ মানুষের মধ্যে সংশয় ও বিভ্রান্তি তৈরি করছে। বিশেষ করে নারীদের কর্মঘণ্টা নিয়ে দলটির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, তারা প্রথমে নারীদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করতে চাইলো, অথচ আল-জাজিরাকে বলছে তারা ওভাবে বলেনি। আমিরও বলছেন তিনি এটা বলেননি।

বাংলাদেশের তৈরি পোশাকখাতে নারীদের বিশাল অবদানের কথা উল্লেখ করে রিজভী প্রশ্ন তোলেন, এই শক্তি ক্ষমতায় এলে নাগরিক অধিকার আদৌ থাকবে কি না।

বিএনপির এই নেতা আরও বলেন, জামায়াত নিজেদের সম্পর্কে কোনো শুভচিন্তার কথা না বলে চাটুকারিতার ভাষায় কথা বলছে। তার দাবি, জামায়াত প্রধান কখনোই নারীদের কোনো উচ্চপদে যেতে দেবেন না।

তিনি সতর্ক করে বলেন, আজ নারীদের দিয়ে ভোট চালাচ্ছে ঠিকই, কিন্তু জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন নারীরাই।

সংবাদ সম্মেলনে রিজভী একটি ‘গোপন চিঠি’র কথাও উল্লেখ করেন। তিনি জানান, নাহের ইসলাম নামের এক নারী শিক্ষিকাকে ওই চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে।

এছাড়া ধর্মের দোহাই দিয়ে বিএনপির নারী সমর্থকদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রতিপক্ষকে ঘায়েল করতে জামায়াত ‘ইতর ব্যবহার’ করছে বলেও মন্তব্য করেন রিজভী।

রিজভী,নারীদের অধিকার,থাকবে না,জামায়াত ক্ষমতায় এলে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত