ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সারাদেশে নির্বাচনী হামলা রোধে কার্যকর পদক্ষেপের আহ্বান শিশির মনিরের

সারাদেশে নির্বাচনী হামলা রোধে কার্যকর পদক্ষেপের আহ্বান শিশির মনিরের

সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সারাদেশে নির্বাচনী প্রচারের সময় যে হামলার ঘটনা ঘটছে, তা দ্রুত বন্ধ করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বিত আলোচনার মাধ্যমে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব এবং নির্বাচন কমিশনকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নিজের নির্বাচনী এলাকায় তার প্রচার গাড়িতে হামলার প্রসঙ্গে শিশির মনির এসব মন্তব্য করেন।

তিনি বলেন, সারাদেশে নির্বাচনী প্রচারের সময় যে ঘটনার সম্মুখীন হচ্ছি তা অনাকাঙ্ক্ষিত এবং তিনি কোনোভাবে তা সমর্থন করেন না। এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য রাজনৈতিক দলগুলোর শক্ত অবস্থান প্রয়োজন।

শিশির মনির আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর রাজনীতিতে যদি নতুনত্ব না আসে, তাহলে পুরোনো অব্যবহৃত রাজনৈতিক সংস্কৃতি পুনরায় ফিরে আসবে। গতকাল তার নির্বাচনী এলাকায় এবং সারাদেশে ঘটে যাওয়া এসব ঘটনার ইতি টানা অত্যন্ত জরুরি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী এলাকার দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় দুজন আহত হন।

আহ্বান শিশির মনিরের,কার্যকর পদক্ষেপ,নির্বাচনী হামলা রোধ,সারাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত