ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

হত্যাকাণ্ডের বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: মাহবুব জুবায়ের

হত্যাকাণ্ডের বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: মাহবুব জুবায়ের

শেরপুরে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডে জড়িতরা চিহ্নিত হলেও সরকার এখনো তাদের গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা প্রমাণের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১১ তারিখ হাদি হত্যার মধ্য দিয়ে সহিংসতা শুরু হয়। ২৯ জানুয়ারি জামায়াতের এক উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এসময় গাইবান্ধার পলাশবাড়ীতে দলীয় কর্মীদের ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি।

দলের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ধরে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘যশোর, নোয়াখালী, কুষ্টিয়া ও সীতাকুণ্ডে এমন ঘটনা ঘটেছে।’

তিনি আরও বলেন, একটি দল পরিকল্পিতভাবে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে, যাতে ভোটাররা কেন্দ্রে যেতে ভয় পান। অতীতের ঘটনার পুনরাবৃত্তি চায় না জামায়াত।

শেরপুরের হত্যাকাণ্ডের ঘটনায় আগামীকাল জামায়াতের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে স্মারকলিপি দেবে বলে জানান এহসানুল মাহবুব জুবায়ের।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে তিনি জানান, ‘চট্টগ্রাম–১৪ আসনে টাকা বিতরণের সময় এক প্রার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে।’ এছাড়া যৌথ অভিযানে বিএনপির নেতা মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান জামায়াতের এই নেতা।

শেরপুর,রেজাউল করিম হত্যাকাণ্ড,এহসানুল মাহবুব জুবায়ের,নির্বাচন কমিশন,আইনশৃঙ্খলা বাহিনী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত