বিশ্ববাজারে বাংলাদেশের ব্র্যান্ড ‘ওয়ালটন’ এবার পা রাখল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। অঞ্চলটির ১৬টি দ্বীপে এখন থেকে ওয়ালটনের ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করবে বার্বাডোসের খ্যাতনামা প্রতিষ্ঠান বারগেইন ওয়্যারহাউজ।
সম্প্রতি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ও বারগেইন ওয়্যারহাউজের মধ্যে এই পরিবেশক চুক্তি সই হয়েছে। এতে ওয়ালটনের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল এমডি ও সিএফও মো. জিয়াউল আলম এবং বারগেইনের পক্ষে এমডি যুহেইর জায়ৌনি।
ওয়ালটনের গ্লোবাল বিজনেস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ জানান, প্রাথমিকভাবে বার্বাডোসে পাঠানো হয়েছে স্প্লিট ও কমার্শিয়াল এসি। পর্যায়ক্রমে অঞ্চলটির অন্যান্য দ্বীপেও যাবে হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সসহ নানা ধরনের ইলেকট্রনিক্স পণ্য।
তিনি বলেন, ‘উত্তর ও মধ্য আমেরিকার মাঝামাঝি অবস্থিত কারিবিয়ান অঞ্চলটি ভৌগোলিক ও বাজার সম্ভাবনার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই বাজারে প্রবেশ ওয়ালটনের জন্য এক বড় সাফল্য।’
ওয়ালটনের এসি পণ্য আগেই সিঙ্গাপুরসহ উন্নত দেশের বাজারে প্রবেশ করেছে। কোম্পানিটির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান জানান, ‘উন্নত প্রযুক্তি ও বিদ্যুৎ সাশ্রয়ী ফিচারের কারণে ওয়ালটন এসি আন্তর্জাতিক বাজারে বেশ প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।’
বর্তমানে ওয়ালটনের পণ্য ৫০টিরও বেশি দেশে বাজারজাত হচ্ছে। এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাধ্যমে ওয়ালটন তাদের গ্লোবাল ব্র্যান্ড হিসেবে আরও এক ধাপ এগিয়ে গেল।