অনলাইন সংস্করণ
১৯:২৯, ১৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশের প্রগতিশীল চিন্তাধারার অন্যতম উজ্জ্বল বাতিঘর, লোকসংস্কৃতি বিশেষজ্ঞ ও ইতিহাসের ভাষ্যকার অধ্যাপক যতীন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
শোকবার্তায় তিনি বলেন, ১৩ আগস্ট বিকেল পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক যতীন সরকার। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগতে থাকা এই মনীষীর প্রস্থান জাতির চিন্তাজগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।
অধ্যাপক যতীন সরকার শুধু শিক্ষক নন, ছিলেন এক চিন্তানায়ক, যিনি যুক্তিবোধ, মানবিকতা ও মুক্তচিন্তার প্রচার করেছেন। ১৯৩৬ সালের ১৮ আগস্ট জন্ম নেওয়া এই শিক্ষাবিদ আজীবন ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তার রচনা ও বক্তৃতায় সমাজের অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবমুক্তির স্বপ্ন বারবার উঠে এসেছে।
১৯৬০-এর দশক থেকে তিনি ময়মনসিংহের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। সাহসী অবস্থান ও যুক্তিনির্ভর বিশ্লেষণে সাধারণ মানুষের প্রিয় হয়ে উঠেছিলেন। শিক্ষকতার পাশাপাশি স্বাধীনতা ও মুক্তি সংগ্রাম এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলনে সক্রিয় ছিলেন।
২০১০ সালে তিনি স্বাধীনতা পদক এবং ২০০৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। তবে মানুষের হৃদয়েই ছিল তার প্রকৃত সম্মান।
শোকবার্তায় অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘আমরা শুধু একজন মানুষকে হারাইনি, হারিয়েছি এক আদর্শ, এক অনুপ্রেরণা। তার স্মৃতি ও আদর্শ আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।’