ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অধিদপ্তরের সঙ্গে আলোচনার পর স্বাস্থ্যকর্মীদের আন্দোলন স্থগিত

অধিদপ্তরের সঙ্গে আলোচনার পর স্বাস্থ্যকর্মীদের আন্দোলন স্থগিত

স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক পদমর্যাদাধারী স্বাস্থ্যকর্মীরা চলমান দাবী আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন। তারা ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টিসিভি টিকাদান ক্যাম্পেইনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সভা কক্ষে জরুরি আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক, পরিচালক (প্রশাসন) ডা. এ.বি.এম আবু হানিফ, সাবেক পরিচালক অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী ও উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী।

সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় স্বার্থে আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য আন্দোলন স্থগিত রাখা হবে। টিকাদান কার্যক্রমে প্রায় ৫ কোটি শিশুকে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য কর্মীদের অংশগ্রহণ ছাড়া এত বড় কর্মযজ্ঞ সম্পন্ন করা সম্ভব নয়।

স্বাস্থ্য কর্মীরা তাদের মৌলিক দাবীও তুলে ধরেছেন। প্রধান দাবীগুলো হলো: নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমানের সঙ্গে সংযোগ, স্বাস্থ্য সহকারী-১৪, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১৩ ও স্বাস্থ্য পরিদর্শক-১২ তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতীকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করা।

অন্যদিকে, স্বাস্থ্যকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের যৌক্তিক দাবীসমূহ বাস্তবায়িত হবে। ভবিষ্যতে দাবী অর্জনের অগ্রগতি পর্যালোচনা সাপেক্ষে আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্দোলন স্থগিত,স্বাস্থ্যকর্মী,অধিদপ্তরের সঙ্গে আলোচনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত