ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৪৯০

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৪৯০
প্রতীকী ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এ রোগ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন।

বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হওয়া পাঁচজনের মধ্যে একজন জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়, দক্ষিণ সিটিতে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন রয়েছেন।

একই সময়ে ৪৯০ জন আক্রান্তের মধ্যে—চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, বরিশালে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪০ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেলেন ৯৩ হাজার ৮৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৯১ জনের, যাদের মধ্যে ২০২ জন পুরুষ ও ১৮৪ জন নারী। একই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৬৭ জন, যার মধ্যে ৫৯ হাজার ৯২৬ জন পুরুষ ও ৩৬ হাজার ১৩৬ জন নারী।

ডেঙ্গু,আক্রান্ত,মৃত্যু,শনাক্ত,স্বাস্থ্য অধিদপ্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত