
স্মার্টফোন ব্যবহার করার সময় ব্যাটারি খরচ হওয়া স্বাভাবিক। কিন্তু অনেক সময় দেখা যায়, ফোন পকেটে বা টেবিলে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলেও ব্যাটারি দ্রুত খালি হয়ে যাচ্ছে। একে বলা হয় ‘আইডল ব্যাটারি ড্রেন’। আমরা ফোন ব্যবহার না করলেও পর্দার আড়ালে বেশ কিছু কারণ ব্যাটারিকে নিঃশেষ করতে থাকে।
কেন ফোন ব্যবহার না করলেও ব্যাটারি দ্রুত শেষ হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় কী, তা নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন।
১. দুর্বল নেটওয়ার্ক সিগন্যাল
দুর্বল নেটওয়ার্ক ফোনের ব্যাটারির সবচেয়ে বড় শত্রু।