ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কৃতদাস

দেবব্রত নীল
কৃতদাস

বন্ধুবিহীন এই শহরে কেউ তো কারো নয়

মস্ত আকাশ, একখানা চাঁদ শুধুই বিষাদময়।

রাত জোনাকি, আকাশ তারা বিষন্নতায় ভরা

ইট-পাথরে গড়া মানুষ মৃত বসুন্ধরা।

স্নেহ-আবেগ, ভালোবাসা বন্দি কারাগারে

মুক্ত পাখিও ডানা বিহীন আজব এই শহরে।

আদর সোহাগ নিলাম করে নিত্য দোকানদার

ভালবাসার ব্যালকনিতে ফুল ফোটে না আর।

ফেরিওয়ালা নিলাম করে সুখের চাষাবাস

মানুষ বেচে মানুষ কিনে জন্ম কৃতদাস।

দুঃখ-দাহন শুধুই একার ভাগ নেয় না কেউ

হৃদয় ভাঙে, কেউ দেখে না, নিস্তব্ধ ঢেউ!!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত