এক অভিশপ্ত কবিজন্ম
দিলে যাকে প্রথম প্রসবে,
ধূসর প্রেমের
পৃথিবীতে তাকে একা
রেখে দিয়ে মহাশূন্যে
মিশে গেলে তুমি
বড্ড অসময়ে।
যে ছায়া সঙ্গে নিয়ে
যত্রতত্র আলোতে ঘুরেছি
এতদিন,
সেই ছায়া সম্পূর্ণ উধাও
আজ সামান্য মেঘেতে
আকাশ ছেয়েছে যেই
দুর্যোগের ঘনঘটা নিয়ে।
অনেক আদর্শ মুছে গেছে
মনে হয়, অনেক
সতর্ক যারা,
ভুলে গেছে পথ।
এ সময় যুদ্ধ হয় ঘনঘন,
মৃত্যু যেন তুচ্ছ অতি,
প্রকৃতি চঞ্চল।
আমাকে সাহস দিও,
কবিতায় ফোটে যেন
তীব্র কোলাহল।