প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৪ জানুয়ারি, ২০২৬
আড়ালে থাকো দৃ, বাহিরে অনেক শোরগোল।
রাজনৈতিক কেওজ, মাছবাজার, রেশনের ফিরিস্তি।
কাঁচি হাতে জনাকয়েক, যেন
তুমি চুল খুলে বেরুলেই তৎক্ষণাৎ আক্রমণে,
ছিনিয়ে নেবে নকল চুলের কারখানায়।
যেহেতু পৃথিবীতে অর্বাচীন বিশুদ্ধ হৃদয়,
আমরা বসবাস করি যার যার অবিশুদ্ধ কুঠরী—
মেজে ঘষে। চাকচিক্যে লুকিয়ে রাখি ক্রোধ, গ্লানি,
লোভ, ঈর্ষা। যদিও এই প্রক্রিয়ায় ক্রমশ প্রকাশ পায়
আমাদের হিউব্রিস, আমাদের সমস্ত গৌরব এই পৃথিবীতে।
এই সমস্ত কপটতা থেকে দূরে, ‘শুদ্ধ’ কুঠুরি নিয়ে,
তুমি আড়ালেই থাকো দৃ, বাহিরে অনেক শোরগোল।