কখনও এমনও সন্ধ্যা হয়,
আমি মেকি
আভিজাত্যে জড়িয়ে যাই।
অনাবাদি মনে বনেদি
রঙের ছড়াছড়ি।
নিয়ন আলোর ঝুলন্ত ঝাড়বাতি
আর মাতাল গন্ধবাহ ছড়ানো
বাহারি আকৃতির
পেয়ালায় মৃদু চুমুক।
আমি এসবে অভ্যস্ত নই, অভ্যস্ত নই!
আমাকে টেনে নেয়
নদীর ধারে কাশফুল,
উথাল-পাথাল ঢেউ
আর উন্মত্ত হাওয়া।
আমাকে আঁকড়ে
ধরে বুনোফুল,
উন্মুক্ত আকাশ
এবং অবারিত সবুজ প্রান্তর।
আমার শৈশবের বন্ধু
গাঁয়ের কাঁদা মাটি।
শহরের চকচকে
মার্বেল পাথরকে
আমি ক’দিনইবা চিনি?
আমি একটা
প্রশ্ন রেখে যাই
মাটি কি শুধুই
আমারি বন্ধু বলো?
তুমি আমি এবং আমরা সবাই তো
একদিন মাটির
কাছেই ফিরে যাই!
তাই নয় কি?