ঢাকা বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

যেসব পশু কোরবানি করা যাবে

উমায়ের আহমদে
যেসব পশু কোরবানি করা যাবে

কোরবানির জন্য রয়েছে নির্দিষ্ট কিছু পশু। তা ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি করা যাবে না। গৃহপালিত উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর নর-মাদি উভয়টা দ্বারা কোরবানি করা জায়েজ। এসব পশু ছাড়া অন্যান্য পশু যেমন : হরিণ, লামা, বন্যগরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নয়। (বাদায়েউস সানায়ে : ৫/৬৯)।

কোরবানির পশু যথাসম্ভব ত্রুটিমুক্ত এবং ভালো মানের হতে হবে। কোরবানির পশু মোটাতাজা, হৃষ্টপুষ্ট ও নিখুঁত হওয়া উত্তম। সঙ্গে সঙ্গে নির্দিষ্ট বয়সেরও খেয়াল রাখতে হবে। অন্যথায় কোরবানি হবে না। উটের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর, গরু ও মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর এবং ছাগল, ভেড়া ও দুম্বার ক্ষেত্রে কমপক্ষে এক বছরের হতে হবে। ছয় মাস ঊর্ধ্ব ভেড়া ও দুম্বা যদি এক বছরের কিছু কমও হয়; কিন্তু দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি জায়েজ হবে। (বাদায়েউস সানায়ে : ৫/৭০)।

তবে ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। (কাজিখান, ৩/৩৪৮)।

কোরবানির পশুর বয়সের হিসাব আরবি বর্ষ হিসেবে ধর্তব্য হবে। এতে ইংরেজি বর্ষ থেকে সাধারণত ১১ দিন কমে বর্ষ পূর্ণ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত