ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

মজলুমদের জন্য দোয়া

আলিফ মাহমুদ
মজলুমদের জন্য দোয়া

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ঈমানদারদের সঙ্গে একজন ঈমানদারের সম্পর্ক ঠিক তেমন- যেমন দেহের সঙ্গে মাথার সম্পর্ক। সে ঈমানদারদের প্রতিটি দুঃখ-কষ্ট ঠিক অনুভব করে যেমন মাথা দেহের প্রতিটি অংশের ব্যথা অনুভব করে।’ (মুসনাদে আহমাদ : ৫/৩৪০)। রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।’ (বোখারি : ১৭৩২)। কোথাও কোনো মুসলিম আক্রান্ত বা নির্যাতিত হলে অন্যদের উচিত যথাসম্ভব প্রতিহত করা, আক্রান্ত মুসলিমদের সাহায্য করা। প্রতিরোধ গড়া সম্ভব না হলে তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করা জরুরি। মজলুম মুসলমানদের জন্য কোরআনে বর্ণিত এই দোয়াটি করা উচিত সবার। দোয়াটি হলো-

বাংলা উচ্চারণ : রাব্বানাগফির লানা ওয়ালি-ইখওয়া নিনাল্লাজিনা সাবাকুনা বিল ইমান, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা ল্লিল্লাজিনা আমানু রাব্বানা ইন্নাকা গাফুরুর রাহিম।

বাংলা অর্থ : হে আমাদের রব, আমাদের এবং ঈমানে অগ্রণী আমাদের ভাইদের ক্ষমা করুন। আর মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, আপনি তো দয়ালু, পরম দয়ালু।’ (সুরা হাশর : ১০)।

এছাড়াও আরেকটি দোয়া করা যেতে পারে। দোয়াটি হলো- বাংলা উচ্চারণ : রাব্বি লা তাজার আলাল আরজি মিনাল কাফিরিনা দাইয়ারা, ইন্নাকা ইংতাজালহুম, ইউজিল্লু ইবাদাক, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরাং-কাফফারা। রাব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া, ওয়ালিমাং দাখালা বাইতিয়া মুমিনাও, ওয়া লিল মুমিনি ওয়াল মুমিনাত, ওয়ালা তাজিদি জালিমিনা ইল্লা তাবারা।

বাংলা অর্থ : হে আমার রব, পৃথিবীতে কোনো কাফেরকে প্রশ্রয় দেবেন না। যদি তাদের রেহাই দেন, তাহলে তারা আপনার বান্দাদের বিপথে নিয়ে যাবে, আর শুধু পাপাচারী কাফের জন্ম দিতে থাকবে। হে আমার প্রতিপালক, আমাকে, আমার পিতামাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে, তাকে এবং মুমিন নারী-পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না।’ (সুরা নুহ : ২৬-২৮)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত