ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘কতটা নির্লজ্জ হলে দেশ থেকে পালিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়’

‘কতটা নির্লজ্জ হলে দেশ থেকে পালিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়’

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, কতটা নির্লজ্জ হলে দেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেয়। তিনি জনগণ থেকে পালিয়ে গিয়ে জীবন বাঁচিয়েছেন। যদি তিনি জনগইের হাতে পড়তেন, তাহলে তিনিই জানেন তার অবস্থা কি হতো। কি কারণে তাকে পালিয়ে যেতে হয়েছে সেটিও তিনি জানেন। গতকাল শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার দীর্ঘ দিনের স্বৈরশাসন, অন্যায়, অত্যাচার, মানুষের বাক স্বাধীনতা হরণ থেকে শুরু করে গুম, খুনসহ এমন কোনো অপকর্ম নেই যেটা শেখ হাসিনা এবং তার সরকার করে নাই। তারপর সে ভারতে বসে এখন উস্কানি দিচ্ছে। কিছু কিছু লোক উনার উস্কানির ফাঁদেও পড়ছে।

বিএনপি কোন উস্কানির ফাঁদে পড়ছে না। এই নেতা বলেন, দ্রুত নির্বাচন হলে দেশের বর্তমান যেসব সমস্যা আছে, সেগুলো দ্রুত সমাধান হবে। বিএনপি কখনই আইন হাতে তুলে নেয়াকে বিশ্বাস করেনা। আমরা চাই সরকার যে ট্রাইবুন্যাল গঠন করেছে সেখানে অপরাধীদের বিচার হবে। আমরা আইনের শাসনকে বিশ্বাস করি বলে তাদেরকে আইনের হাতে সোপর্দ করবো। তখন জনগণই তাদের বিষয়ে সিদ্ধান নিবে।

আতাউর রহমান বলেন, প্রতিশেী দেশ ভারককে আহবান জানাবো শেখ হাসিনা যাতে সেখানে বসে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য না রাখেন। এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা ভারত সরকারকে আহবান করবো। আমরা মনে করি ভারত শুধুমাত্র আমাদের প্রতিবেশী নয়, তারা আমাদের বন্ধু দেশ। বন্ধু দেশে বসে তিনি কেন উস্কানিমূলক বক্তব্য দিবেন। উনারত বক্তব্য দেয়ার অধিকার নাই। উনি বাংলাদেশ এবং রাজনীতি থেকে পালিয়ে গেছেন। এখান থেকে অন্য কেউ পালিয়ে যায়নি। শেখ হাসিনাই একমাত্র লোক, যিনি দেশ থেকে পালিয়েগেছেন। পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব দেন প্রাক্তন শিক্ষার্থী ভিখারুদ্দৌলা চৌধুরী, মো. সামসুল আলম মোল্লা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তানভীর হুদা, সদস্য অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মো. বোরহান উদ্দিন, আলমগীর হোসেন, খালেকুজ্জামান, আনিসুর রহমান ও আতাউর রহমান। আয়োজকদের মধ্যে বক্তব্য দেন- মফিজুল ইসলাম শান্ত, মেহেদী হাসান রাফি, আবু নাসের শ্যামল, হেদায়েত উল্লাহ প্রধান, দেওয়ান গুলজার আলম, লায়ন এসএম মতিউর রহমান, এডভোকেট এসএম মফিজুল ইসলাম, মো. আলাউদ্দিন খান ও আশরাফুল ইসলাম শিকদার। মো. জিয়াউদ্দিন ও জাকির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা পারভীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত