ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইঁদুর মারার ট্যাবলেট সেবনে দুইজনের মৃত্যু

ইঁদুর মারার ট্যাবলেট সেবনে দুইজনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে ভুলবশত ইঁদুর মারার ট্যাবলেট সেবনে দুই বেয়াইয়ের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কানকু মিয়া (৫৩) দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মৃত মকজল হোসেনের ছেলে। কমল মিয়া (৫৫) তার বেয়াই, তিনি একই ইউনিয়নের পোড়াভিটা গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্র জানায়, গত রোববার কান্টু মিয়ার বাড়িতে শীতকালীন দাওয়াত খেতে যান তার বেয়াই কমল মিয়া। এরপর কানকু মিয়ার বাড়িতে বসে দুই বেয়াই গ্যাসের ওষুধ ভেবে ভুলক্রমে ইঁদুর মারার ট্যাবলেট সেবন করেন। পরে বাড়ি থেকে দেওয়ানগঞ্জ উপজেলা সদরে আসার পথে বানিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথে কানকু মিয়া মারা যান।

রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কমল মিয়ার। একসঙ্গে দুইজনের মৃত্যুতে বানিয়াপাড়া ও পোড়াভিটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত