ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ব্যবসায়ীর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

ব্যবসায়ীর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

চাঁদপুরের হাজীগঞ্জে আমির হোসেন নামে ব্যবসায়ীর বিরুদ্ধে সাড়ে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলার উপজেলাধীন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আমির হোসেন ওই ইউনিয়নের আহম্মদপুর গ্রামের ভূইয়া বাড়ির মৃত আশরাফ উদ্দিন ভূইয়ার ছেলে। তিনি আহম্মদপুর বাজারের মুদি ব্যবসায়ী। বিকালে শিশুটি ওই দোকানে গেলে আমির হোসেন ভূইয়া শিশুটিকে একা পেয়ে দোকানের ভেতরে মেয়েটিকে ধর্ষণ করে বলে পরিবার থেকে জানানো হয়। শিশুটির পরিবারের লোকজন জানান, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত মুদি দোকানদার আমির হোসেনকে আটকের চেষ্টা করে। শিশুটির দাদা জানান, অভিযুক্ত আমির হোসেন পেশায় মুদি দোকানদার। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন ৩নম্বর ওয়ার্ড আহম্মাদপুর ভুঁইয়া বাড়ির আমির হোসেন দোকানে শিশু মেয়েটি যায় কিছু কেনার জন্য। তখনই এই ঘটনা ঘটে। ওই শিশু বাসায় গিয়ে তার বাবাকে জানাতে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। হাজীগঞ্জ থেকে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রেফার করেন জরুরি বিভাগের চিকিৎসক প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দীন ফারুক বলেন, একটি শিশু ধর্ষণের শিকার হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা-নিরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত অভিযোগ দেয়া হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত