ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে সঞ্জয় কর্মকার (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর গত রোববার বিকাল ৩টার দিকে খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারসংলগ্ন আফজাল হোসেনের বাড়ির বাগানে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। সঞ্জয় কর্মকার মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালী গ্রামের বাসিন্দা নারায়ণ কর্মকারের ছেলে। তিনি তার বড় ভাই নরেশ কর্মকারের সঙ্গে আফজাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ১০টার দিকে তিনি বাসা থেকে বের হন এবং এরপর থেকেই নিখোঁজ ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত