
শ্রমিকদের ২৩ দফা দাবি মেনে নীলফামারীর উত্তরা ইপিজেড গতকাল বৃহস্পতিবার থেকে আবার খুলে দেওয়া হয়েছে। উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার বলেন, শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা হয়েছে। সবাই মিলে সমাধানে পৌঁছাতে পেরেছি। এর আগে, গত মঙ্গলবার এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ কারণে গত বুধবার পুরোদিন ইপিজেডের ২৪টি কারখানা বন্ধ রাখা হয়। গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ প্রায় ৫ ঘণ্টাব্যাপী এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, বেপজা কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী, শ্রমিক নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার।
তিনি বলেন, শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নিহত শ্রমিকের পরিবারকে প্রাথমিকভাবে কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তাদের যেসব ক্ষতিপূরণ পাওয়ার কথা, সব কিছু আইন অনুযায়ী দেওয়া হবে। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক নেতারাও শ্রমিকদের পক্ষে কথা বলেন। আবু মোহাম্মদ সোয়েম, সদস্য, জেলা বিএনপি বলেন, আমরা চেয়েছি, কোনো শ্রমিকের বিরুদ্ধে যেন কোনো মামলা না হয়। এ সময় মোহাম্মদ আব্দুল মজিদ, প্রধান সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নীলফামারী বলেন, শ্রমিকদের যেন নিরাপদ ও নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হয়।