
বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়ার মোল্লা বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- একই গ্রামের খালেক মোল্লার ছেলে স্বপন মোল্লা (৩২) এবং তার স্ত্রী আকলিমা (২৭) তাদের সংসারে দুটি মেয়ে সন্তান রয়েছে। বড় মেয়ে ৬ বছর বয়সি সাদিয়া এবং ছোট মেয়ে এক বছর বয়সি আফসানা। স্থানীয় এলাকাবাসী, স্বজন ও পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল রোববার সকালে আকলিমার বড় মেয়ে সাদিয়া সকালে নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগমকে ডেকে আনলে স্বপন মোল্লার ঘরে আকলিমার গলাকাটা লাশ দেখতে পান তিনি। পরে ঘরের মধ্যেই স্বপনকে খোঁজাখুজির করে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় স্বপনের লাশ এবং বিছানায় পড়ে থাকা আকলিমার লাশ উদ্ধার করে।
বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসাইন বলেন, আমরা আকলিমাকে গলাকাটা অবস্থা ও স্বপন মোল্লাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে এটি হত্যা নাকি হত্যার পর আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জহিরুল ইসলাম হাওলাদার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এছাড়াও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দুটি টিম ঘটনাস্থলে এসেছে তারাও বিষয়টি তদন্ত করছেন।