
গোপালগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। ব্রাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ সেবা প্রদান করা হয়।
গতকাল রোববার সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মধুমতি বাজারে ব্রাক কার্যালয়ে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন- সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম।
এসময় ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুর রহমান, সাউথ ডিভিশনের ডিভিশনাল কো-অর্ডিনেটর জামির আলী, জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল ফারুক, এলাকা ব্যবস্থাপক শফিউর রহমান খান, রিজিওনাল কো-অর্ডিনেটর আব্দুর রশীদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ চক্ষু পরীক্ষা ক্যাম্পে আশপাশের বেশ কয়েকটি গ্রামের সহস্রাধিক চক্ষু রোগীকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পরে তাদেরকে বিনামূল্যে চশমা ও ওষুধ দেওয়া হয়।