ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাংনীতে জাল টাকাসহ আটক এক

গাংনীতে জাল টাকাসহ আটক এক

মেহেরপুরের গাংনীতে জাল টাকাসহ আমিরুল ইসলাম ওরফে খোকন নামে এক ব্যক্তিকে জাল টাকাসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত শনিবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া আবাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আমিরুল ইসলাম খোকন গাংনী পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। বর্তমানে খোকন ভাটপাড়া আবাসন এলাকায় বসবাস করছেন।

সিপিসি ৩, র‌্যাব ১২ কোম্পানি কমান্ডার গতকাল রোববার সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া আবাসন এলাকায় অভিযান চালিয়ে আমিরুল ইসলাম খোকন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪২টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরি চক্রের সঙ্গে সরাসরি জড়িত থেকে, জাল টাকা সংগ্রহ পূর্বক ক্রয় বিক্রয় করে আসছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা। এ ঘটনায় গাংনী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত