
নেত্রকোনার কলমাকান্দায় বৃক্ষরোপণ ও বনায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা উদ্যোগ (IHREP) প্রকল্প, পিসিসি’-এর আওতায় এই কর্মশালা বাস্তবায়িত হয়। প্রশিক্ষণে গাছ লাগানোর উপকারিতা, পরিবেশ সংরক্ষণ এবং বনায়নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের এলাকায় গাছ রোপণ, পরিচর্যা এবং পরিবেশবান্ধব কার্যক্রমে যুক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।