ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নওগাঁয় জামায়াতের নির্বাচনি সমাবেশ

নওগাঁয় জামায়াতের নির্বাচনি সমাবেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে নওগাঁ জেলা জামায়াতে ইসলামী নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নওগাঁ শহরের একটি স্থানীয় হোটেলে মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম।সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি, নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের এমপি পদপ্রার্থী এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. আ.স.ম সায়েম। অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, দেশে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াত কাজ করছে। মানুষের প্রত্যাশা পূরণে আগামী নির্বাচনে জনগণের রায় নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই জামায়াতে ইসলামী নির্বাচনের মাঠে সক্রিয়ভাবে কাজ করছে। আমরা মানুষের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়তে চাই। তিনি প্রত্যেক ভোটকেন্দ্রে শক্তিশালী নির্বাচনি কমিটি গঠনের আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ের সব জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।

এসময় আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান- নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের এমপি পদপ্রার্থী ও ইউপি চেয়ারম্যান মাস্টার মোঃ খবিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি নাজমুল হোসাইন, অধ্যাপক নাসির উদ্দিন, মাওলানা মারুফ আহমেদ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত