
নানা আনন্দায়োজনে কক্সবাজারের রামু প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত রোববার বিকেলে এ উপলক্ষে রামু উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রামু প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব এসএম জাফরকে সংবর্ধিত করা হয়। রামু প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সাবেক সভাপতি খালেদ শহিদ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, রামু ওলামা পরিষদের সভাপতি ও রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ, কক্সবাজার জেলা বিএনপির সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু নাঈম মুহাম্মদ হারুন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামু শাখার আহ্বায়ক আহসানুল জোবায়ের, উখিয়ারঘোনা তা’লিমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ হাসান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ আবরারী, ইসলামী আন্দোলন রামু দক্ষিণ শাখার সভাপতি কারী আবু নাছের, রামু উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক রেজাউল করিম টিপু, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হানিফ জিহাদী, ছাত্রনেতা নাঈম খান। অনুষ্ঠানে বক্তারা ২৪ এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রামু প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কার্যকরী সদস্য জহির উদ্দিন খন্দকার, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, সদস্য হামিদুল হক, কামাল হোসেন, নুরুল হক সিকদার, মো. আবদুল্লাহ, মিজানুল হক, সহযোগি সদস্য এইচএম জয়নাল আবেদীন প্রমুখ। এছাড়া কর্মরত সাংবাদিকদের মধ্যে কায়েদ আলম কায়ছার, নুরুল আমিন, শাহজাহান, মো. ইলিয়াছ, উচ্ছ্বাস বড়ুয়া বক্তব্য রাখেন।