
শেরপুরে দুদকের বিশেষ গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। এতে ২৮টি দপ্তরের বিরুদ্ধে মোট ১২৮টি অভিযোগ জমা পড়েছে। গতকাল সোমবার শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মাদ আলী আকবর আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা।
এ সময় তরফদার মাহমুদূর রহমান বলেন, দুর্নীতি হল ক্ষমতার অপব্যবহার। ক্ষমতার অপব্যবহার করে কাউকে ঠকানোকেই দুর্নীতি বলে তাই আমরা ক্ষমতার অপব্যবহার না করার অঙ্গীকারবদ্ধ হই। এ সময় বিভিন্ন দপ্তরের দুর্নীতির কথা তুলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।