ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘মাজারে হামলার ঘটনায় গণগ্রেপ্তার করা হবে না’

‘মাজারে হামলার ঘটনায় গণগ্রেপ্তার করা হবে না’

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লাশ পোড়ানোর ঘটনায় যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না, এমনকি প্রশাসনের কেউ জড়িত থাকলেও না। তবে কোনো নিরপরাধ মানুষকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না বলে আশ্বস্ত করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সিদ্দিকুর রহমান। গতকাল সোমবার নুরাল পাগলের দরবার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অতিরিক্ত ডিআইজি বলেন, এখানে পুলিশ, র‌্যাব ও যৌথ বাহিনী কার্যকরী ভূমিকা পালন করেছে। কিন্তু হঠাৎ করেই জুমার নামাজের পর শান্তিপূর্ণ সমাবেশ অশান্ত হয়ে যায়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করেছে। শুধু ফুটেজ নয়, গোয়েন্দা তথ্য ও সব ধরনের ইনফরমেশন চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত