ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ১৬ জনের কারাদণ্ড

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ১৬ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকার কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১৭ জনকে আটক করা হয়েছে। এছাড়াও ২টি নৌকা এবং আনুমানিক ৬০০ ফুট বালু জব্দ করা হয়। গত রোববার উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা একটি বালু খেকো চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছি। এরই ধারাবাহিক বিকালে বালু উত্তোলন করছে খরব পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক ও ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্ব যৌথ অভিযান পরিচালিত করে ১৭ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৬ জন কে ৩০ দিন করে কারাদণ্ড ও একজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়। এছাড়াও আটককৃত নৌকা এবং বালি পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত তাহিরপুর থানা পুলিশ এর জিম্মায় রাখা নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে আনোয়ার হোসেন, জামালপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোশাহিদ, একেই গ্রামের সাজিনুরের ছেলে মো. ইজাজুল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত