ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি বারপাড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোসা. শাহানাজকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে তাকে বারপাড়া ইউনিয়নের চারপাড়া গ্রােেমর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়। ঘটনার দীর্ঘ ১১ মাস পর চলতি বছর ২৬ জুন নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ২৮ নং আসামি হিসেবে ওই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. শাহানাজকে পুলিশ আটক করেছে। গতকাল মঙ্গলবার সকালে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দাউদকান্দি গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের (ইনচার্জ) মো. মনিরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়। এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত