
শরীয়তপুর জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে সংযুক্ত না করে ঢাকা বিভাগের সঙ্গে রাখার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ, মানবন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করেছে ‘জাগো শরীয়তপুর’ সামাজিক সংগঠন। গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের চৌরঙ্গীর মোড়ে শরীয়তপুর-ঢাকা মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ শেষে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করে। বক্তারা শরীয়তপুর জেলাকে যে কোনো মূল্যে ঢাকা বিভাগের সঙ্গে রাখার দাবি জানায়। দাবি মানা না হলে জেলাবাসীকে নিয়ে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয়।
এসময় বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচএম জাকির, ছাত্র অধিকার পরিষদের শরীয়তপুর প্রতিনিধি ইমরান আল নাজির, এনসিপি শরীয়তপুরের যুগ্ম আহ্বায়ক সবুজ তালুকদার ও জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতসহ অন্যান্য আন্দোলনকারী নেতারা।