
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জমান বাবুর বাড়িতে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে এই ঘটনা ঘটে।
আগুনে ঘরের আলমারি, মেক্সিভ, তোশকসহ আসবাবপত্র পুড়ে গেছে, এতে ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘরের দেখাশোনার দায়িত্বে থাকা কহিনুর বেগম বলেন, রাতে চেয়ারম্যানের ঘরে কেউ থাকে না, সকালে আগুনের খবর পেয়ে ঘরের সামনে এসে চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভায়। ঘরের পিছনের একটি জানালা খোলা দেখেছি, এই জানালা দিয়ে কেউ আগুন লাগিয়ে দিতে পারে বলে মনে হচ্ছে।
বাড়ির বাসিন্দা বাহাদুর মাস্টার জানান, গতকাল মঙ্গলবার ভোরে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় ঘরে আগুন জ্বলতে দেখলে সবাইকে ডাকাডাকি করি, পরে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভায়। রাজনৈতিক পরিস্থিতির কারণে চেয়ারম্যান রবিউজ্জমান বাবু ও তার পরিবারের কেউ বাড়িতে না থাকায় অগ্নিকাণ্ডের বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, কিছু গৃহস্থালি আসবাবপত্র পুড়ে গেছে, আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।