ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালী সরকারি কলেজে নবীনবরণ

নোয়াখালী সরকারি কলেজে নবীনবরণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখার উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অনার্স প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। শিবির নোয়াখালী কলেজ সভাপতি নাজিম মাহমুদ শুভর সভাপিতেত্ব ও নোয়াখালী কলেজ সেক্রেটারি আব্দুল কাদের আল আমিন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান। তিনি বলেন, নবীন শিক্ষার্থীদেরকে হতে হবে জ্ঞানে, চরিত্রে ও আদর্শে সমৃদ্ধ। শিক্ষাজীবন শুধু সনদ অর্জনের জন্য নয়, বরং সঠিক দিকনির্দেশনা ও নৈতিকতা অর্জনের জন্য।

বিশেষ অতিথি ছিলেন- নোয়াখালী সরকারি কলেজের প্রিন্সিপাল জাকির হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রফেসর আবদুল করিম, নোয়াখালী শহর সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল রাকিব এবং সাবেক শহর সভাপতি হারুন রুবেল।

নোয়াখালী সরকারি কলেজের প্রিন্সিপাল জাকির হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষার মূল লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো করা নয়, বরং নৈতিকভাবে দৃঢ় হয়ে সমাজে অবদান রাখা। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠ অধ্যয়ন, গবেষণা এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান।

নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে আদর্শ জীবন গঠনের আহ্বান জানান। তারা বলেন, দেশের আগামী নেতৃত্ব গড়ে উঠবে এই তরুণ প্রজন্মের মধ্য থেকেই।

অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, ফটো বুথসহ আনন্দ-উচ্ছ্বাস এবং অতিথিদের উদ্বুদ্ধমূলক বক্তব্যে নবীনবরণ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত