ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুরাদনগরে অবৈধ জাল জব্দ

মুরাদনগরে অবৈধ জাল জব্দ

কুমিল্লার মুরাদনগরে অবৈধ চায়না ও কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের তাৎক্ষণিক অভিযানে বিভিন্ন জলাশয় ও বিল থেকে প্রায় ১ লাখ টাকা মূল্যের ৩০টি চায়না ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী দেশীয় ও বিপন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী রক্ষার জন্য, গতকাল মঙ্গলবার বিকালে, মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুর রহমান। তাকে সহযোগিতা করেন- উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুমন লাল দেবনাথ। এসময় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও স্থানীয় সচেতন নাগরিকরাও অভিযানে অংশ নেন। অবৈধ জাল অপসারণের পাশাপাশি মাছের প্রজনন ও বৃদ্ধি নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে। একই অভিযানে, পাঁচপুকুরিয়া বাজারে একটি মিষ্টির দোকানে অতিরিক্ত ওজনসহ প্যাকেট বিক্রি করার অপরাধে দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত