ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

গতকাল বুধবার ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপি আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য অধ্যাপক আবদুত তাওয়াব, আবু হারিস মোল্লা, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মওলানা আমজাদ হোসেন, এনসিপি ফরিদপুর জেলা শাখার ১নং যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এসএম জাহিদ, জুলাই যোদ্ধা সোহেল রানা, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহ-সভাপতি সুকেশ কুমার সাহা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক নিতাই রায়, ?বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলার আহ্বায়ক অজয় কর, মহানগরের আহ্বায়ক সুশান্ত কুমার বিশ্বাস শান্ত, সদস্য সচিব টুটুল কুন্ডু, সাগরিকা ভদ্র প্রমুখ।

এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা এবং বিভিন্ন মন্দির কমিটি, বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত