ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে এসিআই মিলের সন্নিকটে মটোর সাইকেলের ধাক্কায় শিশু ছাত্রী হাবিবা খাতুন (৯) নিহত হয়েছে। সে ওই গ্রামের জামায়াত নেতা আব্দুল মজিদের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ জানান, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই ছাত্রী দোকান থেকে সদাই নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় তাকে ওই স্থানে হাটিকুমরুলগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে এবং ভর্তির কিছুক্ষণ পর সে মারা যায়। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত