ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রায়পুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

রায়পুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ক্ষ্মীপুরের রায়পুরে একটি সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর বিএনপির এক নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির রায়পুর পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। গত মঙ্গলবার রাতে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ই আলম স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, হুমায়ুন কবির দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এজন্য তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার বিকালে রায়পুর পৌরসভার সিএনজি স্ট্যান্ডে টোল সংগ্রহকারীর কাছে চাঁদা চাইতে গেলে চালক-শ্রমিকেরা হুমায়ুন কবিরকে বাধা দেন। একপর্যায়ে তারা মারধর করলে তিনি ধাওয়া খেয়ে পালিয়ে যান। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চালক-শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই স্ট্যান্ড থেকে চাঁদা তুলে আসছেন তিনি। এ ঘটনায় গত মঙ্গলবার দুপুরে রায়পুর শহরে বিক্ষোভ করেছেন সিএনজি চালক ও শ্রমিকেরা।

চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে হুমায়ুন কবিরকে একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে গত সোমবার সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তিনি কোনো টাকা নেননি; বরং চালকেরা তার ওপর হামলা চালিয়েছে। রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী বলেন, চাঁদাবাজির মতো অন্যায় কর্মকাণ্ড বিএনপির নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। কেউ যদি এমন কাজে জড়ায়, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত দায়। দলীয় পরিচয়ে অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, স্ট্যান্ডে যারা অবৈধভাবে টাকা তুলছেন বা তুলতে চাইছেন, তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। প্রমাণ মিললেই গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত