
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ কর হয়। এ খসড়া তালিকায় এই আসনের জন্য ১২২টি ভোটকেন্দ্রের নাম প্রকাশ প্রকাশ করা হয়েছে। যেগুলোতে চার লাখ ১৩ হাজার ৫৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে ভোটকেন্দ্র ছিল ১২১টি। এবার একটি কেন্দ্র বেড়ে এর সংখ্যা দাড়িয়েছে ১২২টিতে। এরমধ্যে রামগতি উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ৬৫টি স্থায়ী ও ২টি অস্থায়ী কেন্দ্রে ভোট কক্ষ থাকবে ৪৩২টি। অন্যদিকে কমলনগর উপজেলার ৫৫টি কেন্দ্রে ভোট কক্ষ থাকবে ৩৮০টি।
জানা গেছে, এসব কেন্দ্রে চার লাখ ১৩ হাজার ৫৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে রামগতি উপজেলায় পুরুষ ১ লাখ ১৬ হাজার ৯৬৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৭৫৫ জনসহ মোট ২ লাখ ২৫ হাজার ৬২২ জন। অন্যদিকে কমলনগর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৪৮ জন (নারী ৮৯ হাজার ৩৮৬, হিজরা ১ ও পুরুষ ৯৮ হাজার ৬৪২ জন)।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, প্রচারের স্বার্থে এ গণবিজ্ঞপ্তিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাঠানো হয়েছে। এ তালিকায় প্রকাশিত ভোটকেন্দ্র নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে তা লিখিতভাবে দাখিল করার সুযোগ রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব আবেদন গ্রহণ করা হবে। তিনি বলেন, কোনো অভিযোগ পেলে তা যাচাই-বাছাই করে ১২ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করে ২০ অক্টোবর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।