
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সংসদীয় আসনে ৬টি কেন্দ্র এবং প্রায় ২১ হাজার ৩৮২ ভোটার বেড়েছে।
আগামী জাতীয় সংসদে ভোটার বৃদ্ধির আনুপাতিক হারে এ ভোট কেন্দ্র বাড়ানো হয়েছে বলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মো. নাদিরুজ্জামান বলেন, এটি খসড়া তালিকা। আগামী ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলায় মোট কেন্দ্র ছিল ৯১টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯৭টিতে। সাধারণত ভোটার বাড়ার সঙ্গে-সঙ্গে আনুপাতিক হারে কেন্দ্রও বাড়ে।