
‘আমার ইউনিয়ন আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ এবং একটি ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় শালবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।
তিনি বলেন, ইউনিয়নগুলোকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিশুদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে বেড়ে উঠার সুযোগ তৈরি হবে। এরইমধ্যে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ৪টি ইউনিয়নে ১৯ হাজার ১০৩ জন কিশোর-কিশোরীকে সচেতন করা হয়েছে। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা যুব উন্নয়ন অফিসার জমিল উদ্দিন মন্ডল, সমাজসেবা অফিসার মো. তরিকুল ইসলাম প্রমুখ।