
সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কাশিয়াহাটা বাজারে প্রাইভেটকার চাপায় পথচারী হাফিজুল (৩৫) নিহত হয়েছে। সে ওই বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় দোকানদার গুরুতর আহত হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেসুর রহমান জানান, গতকাল শুক্রবার সকালে একটি প্রাইভেটকার দ্রুতগতিতে কড্ডা যাচ্ছি। ওই স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হাফিজুলকে চাপা দিয়ে দোকানে ঢুকে পরে। এতে ঘটনাস্থলেই হাফিজুল নিহত হন এবং দোকানদার আমির আহত হন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।