
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় শিশুদের মধ্যে ৪০ টাকার ব্যাটারি নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উত্তরহাটির মাসুক চৌধুরীর পক্ষের এক শিশু ও বড়হাটির লিটন মিয়ার পক্ষের এক শিশুর মধ্যে এক সপ্তাহ আগে ৪০ টাকার একটি ব্যাটারি নিয়ে মারামারি হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মেটানোর চেষ্টা করেন।
কিন্তু দুপুরে উভয়পক্ষের কয়েকশ নারী-পুরুষ টেঁটা, ফিকল ও ঢালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রায় ৫০ জন আহত হন। আহতদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত এক নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন- শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।