ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আজমিরীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আজমিরীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় শিশুদের মধ্যে ৪০ টাকার ব্যাটারি নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উত্তরহাটির মাসুক চৌধুরীর পক্ষের এক শিশু ও বড়হাটির লিটন মিয়ার পক্ষের এক শিশুর মধ্যে এক সপ্তাহ আগে ৪০ টাকার একটি ব্যাটারি নিয়ে মারামারি হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মেটানোর চেষ্টা করেন।

কিন্তু দুপুরে উভয়পক্ষের কয়েকশ নারী-পুরুষ টেঁটা, ফিকল ও ঢালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রায় ৫০ জন আহত হন। আহতদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত এক নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন- শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত